দুর্গাপুরে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন উন্নয়ন মুলক আলোচনা সভা

দুর্গাপুর প্রতিনিধি
গ্রামীন দরিদ্র নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন উন্নয়ন মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুর্গাপুর উপজেলা নওপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দুর্গাপুর শাখার আয়োজনে ও ওয়াটার এইডএর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় অত্র ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড এডুমেন্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির খান-এর সঞ্চলনায় গ্রামীন দরিদ্র নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের উপরে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন, ভার্ক দুর্গাপুর শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সচিব সেলিম রেজা, ইউপি সদস্য নুরুল ইসলাম, আব্দুল মালেক, বাবুল হোসেন, রেজাউল করিম, জয়নাল আবেদিন, সেরাজ উদ্দিন, বেদানা বেগম, হাসিনা বেগমসহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/অ