দুবাইয়ে ফ্লু আক্রান্তদের অর্ধেকের বয়স ১০ বছরের কম

দুবাইয়ের স্বাস্থ্য বিভাগ (ডিএইচএ) নতুন এক গবেষণার ফলাফলে জানিয়েছে, সেখানে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের অর্ধেকের বেশির বয়স ১০ বছরের কম।

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ঋতুকালীন ইনফ্লুয়েঞ্জা নিয়ে গবেষণা করেছে ডিএইচএ। অত্যন্ত সংক্রামক ভাইরাসটির ব্যাপারে ঝুঁকির জায়গা চিহ্নিত করা এবং কারা বেশি হুমকির মুখে রয়েছে তা জানার চেষ্টা করা হয়েছে।

তাতে দেখা গেছে, বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা। বয়স্করাও উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে কেবল ১৫ দশমিক ৪৭ শতাংশ গুরুতর অবস্থায় পড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

গত তিন বছরে সংযুক্ত আরব আমিরাতে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বরে এই ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যায়। তবে অনেকে অক্টোবরেও আক্রান্ত হন।

 

সূত্রঃ কালের কণ্ঠ