দুই জেলায় আড়াই কেজি হেরোইনসহ ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চর মাজারদিয়ার পোষ্ট এলাকা থেকে ৩৮৭ বোতল ফেনসিডিল ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাঠি আমবাগান এলাকা থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি জানায়, শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ৩৮৭ বোতল ফেনসিডিল আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৪ হাজার ৮৮০ টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে তারা পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধংস করা হবে।

 

এদিকে পোলাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির টহলদল কোদালকাঠি আমবাগান এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন আটক করে। আটককৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ১০ টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে ।

 

স/আ