দুঃসময়ে কোচকে পাশে পেয়েছিলেন সুমন

বসুন্ধরা কিংসে নাম লেখানোর পর টানা পাঁচ ম্যাচ ছিলেন গোলহীন। একজন ফরোয়ার্ড হয়েও গোলের দেখা পাওয়ায় আত্মবিশ্বাসের তলানিতে ভুগছিলেন তিনি। গোল না করতে পারায় শুনতে হয়েছে সমালোচনাও। বলছি এ মৌসুমে উত্তর বারিধারা থেকে বসুন্ধরা কিংসে নাম লেখানো সুমন রেজার কথা।

পাঁচ ম্যাচ পর টানা দুই ম্যাচেই গোল করে সমালোচনার জবাব দিলেন এই ফরোয়ার্ড।

গত শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের বিপক্ষে গোলের দরজা খুলে কিংসকে এনে দিয়েছিলেন এগিয়ে যাওয়ার মন্ত্র। আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংসের হয়ে প্রথম গোল এনে দেন সুমন রেজা, দলও জিতেছে ৫-০ গোলে। টানা দুই ম্যাচে গোল করায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন জানালেন সুমন রেজা। গোল না পাওয়ায় কোচ অস্কার ব্রুজনকে পাশে পেয়েছিলেন তিনি,’একজন ফরোয়ার্ড হিসেবে গোল করতে না পারাটা হতাশার। ফরোয়ার্ডরা গোল না পেলে দলের উপর প্রভাব পড়ে। আমি যখন গোল পাচ্ছিলাম না তখন কোচ আমাকে উৎসাহ দিয়েছে। কোচকে পাশে পেয়েছি। আশা করি গোলের এই ধারাবাহিকতা ধরে রাখবো। ‘

সুমন রেজাকে নিয়ে আশাবাদী কোচ অস্কার ব্রুজোন। সে দিন দিন উন্নতি করছে জানালেন এই স্প্যানিয়ার্ড,’ইনজুরি থেকে ফেরার পর থেকেই সে উন্নতি করছে। তাকে বলেছিলাম তুমি আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তোমার আত্মবিশ্বাস থাকবে সেরা খেলোয়াড়ের মত। শেষ দুই ম্যাচে সে তাই করে দেখাল। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ