শুক্রবার , ১১ মার্চ ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

Paris
মার্চ ১১, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের জন্য তারা আরো সামরিক সহায়তা তহবিল দিতে প্রস্তুত। জোসেপ বোরেল আজ শুক্রবার সকালে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের ভার্সাইয়ে পৌঁছে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

ইইউ জোট ইতিমধ্যে ইউক্রেনের জন্য ইউরোপীয় শান্তি সুবিধার মাধ্যমে ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা অনুমোদন করেছে। এর সবটা না হলেও বেশিরভাগ অর্থ ইচ্ছুক সদস্য রাষ্ট্রের মাধ্যমে ইউক্রেনকে কথিত ‘প্রাণঘাতী অস্ত্র সহায়তা’ হিসেবে দেওয়ার কথা।

এবারই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন আক্রমণের মুখে থাকা কোনো দেশকে অস্ত্র সরবরাহ করছে। একে জোটের ইতিহাসে এক নতুন পর্বের সূচনা করা ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

জোসেপ বোরেল বলেছেন, তিনি ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে যুদ্ধাস্ত্রের জন্য আরো ৫০ কোটি ইউরো দিয়ে সহায়তা দ্বিগুণ করার’ প্রস্তাব করেছেন।

তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত যে, নেতারা এই অর্থ অনুমোদন করবেন… এবং এটি অবিলম্বে হতে চলেছে’।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক