শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দিল্লি শিবিরে করোনার হানা, চেন্নাইয়ের বিপক্ষে নেই অক্ষর প্যাটেল

Paris
এপ্রিল ৩, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

আগামী ১০ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু মাঠে নামার আগে দিল্লি শিবিরে করোনার হানা দিয়েছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহের কম সময় আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পিন তারকা অক্ষর প্যাটেল। এতে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না অক্ষর প্যাটেলের।

শনিবার দিল্লির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দিল্লি জানিয়েছে, মুম্বাইয়ের হোটেলে ২৮ মার্চ প্রবেশ করেন অক্ষর প্যাটেল। তখন তিনি নেগেটিভ রিপোর্ট এনেছিলেন। কিন্তু হোটেলে দ্বিতীয়বার কোভিড পরীক্ষা হওয়ার পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নির্দিষ্ট জায়গায় তার চিকিৎসা করা হচ্ছে।

২০১৯ সালের নিলামে পাঁচ কোটি টাকায় দিল্লিতে যোগ দিয়েছিলেন অক্ষর। দুই মৌসুম মিলিয়ে দিল্লির হয়ে খেলেছেন ২৯ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৯টি।

সর্বশেষ - খেলা