দিল্লি এয়ারপোর্টের মাথায় উড়ছে ড্রোন! বন্ধ উড়ান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রহস্যজনক ড্রোন ঘোরাঘুরি করায় বন্ধ করে দেওয়া হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান চলাচাল৷ সূত্রের খবর, এখনও ড্রোন গুলির উৎসস্থলের সন্ধান পাওয়া যায়নি৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেন্ট্রাল ইন্ড্রাস্টিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ), দিল্লি পুলিশ ও অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের অফিসারেরা৷ ড্রোন গুলিকে নামানোর ব্যবস্থা চলছে৷ বাতিল অথবা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরগামী বেশকিছু বিমান৷

এর আগে গত ২ অগস্ট বিমান বন্দরের কার্গো এলাকা থেকে উদ্ধার হয়েছিল কিছু সন্দেহভাজন বস্তু৷ বিমান বন্দরের কন্ট্রোল রুমে একটি ফোন আসে৷ তারপরেই কার্গো অঞ্চল থেকে উদ্ধার হয়েছিল বস্তুটি৷ তারপর আজ আবার বিমান বন্দরের উপরে সন্দেহজনক ড্রোন ঘুরতে দেখে চিন্তার ভাঁজ পড়েছে অফিসারদের মাথায়৷ সূত্রের খবর, এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট অবতরণের সময় প্রথম লক্ষ্য করেন এই ড্রোন গুলি৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিমান বন্দরের কন্ট্রোল রুমে৷ তৎপরতা বাড়ে অফিসারদের মধ্যে৷

বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দরের তিনটি রানওয়ে৷ দুটি এয়ার ইন্ডিয়া বিমানকে অবতরণ করান হয়েছে লখনউ ও আহমেদাবাদ বিমান বন্দরে৷ এছাড়া গোএয়ার ও ইন্ডিয়াগো-র একটি করে বিমানকে জয়পুর বিমানবন্দরে অবতরণ করান হয়েছে৷ সূত্র: কলকাতা 24