দিল্লিতে পূর্ণ সামরিক মর্যাদায় বিপিনের শেষকৃত্য শুক্রবার বিকেলে

ভারতের প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য শুক্রবার বিকেলে দিল্লির সেনা ছাউনিতে হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হবে। এর পর দু’জনের মরদেহ রাখা থাকবে রাওয়াতের বাড়িতে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তার অনুরাগীরা।

এর পর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কোয়্যার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার পর বেঁচেছিলেন বিপিন। উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিপিনের মৃত্যু হয়।সেখানকার উদ্ধারকারী দলের সদস্যরা এ দাবি করেছেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ