দাম বেড়েছে প্রসেসরের, কমেছে এসএসডির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বাজারে দাম বেড়েছে কম্পিউটারের সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রসেসরের।

মডেল অনুযায়ী বাজারে প্রসেসরের দাম ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার সিটি বা আইডিবি ভবন ঘুরে দেখা যায় দাম বাড়ার চিত্র।

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সরবরাহকারী ও বিপণন প্রতিষ্ঠানগুলো প্রসেসরের দাম বাড়িয়েছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।

আগে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই ৩ প্রসেসর বিক্রি হতো ৯ হাজার ২০০ টাকায়। কিন্তু দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১০ হাজার ৩০০ টাকায়। অষ্টম প্রজন্মের ইন্টেল আই ফাইভ প্রসেসর বিক্রি হচ্ছে ১৭ হাজার টাকায়, সেখানে পূর্বে বিক্রি হতো ১৫ হাজার টাকায়। দাম বেড়ে অষ্টম প্রজন্মের ইন্টেল আই সেভেন বিক্রি হচ্ছে ৩৩ হাজার টাকা করে।

সপ্তম প্রজন্মের  ইন্টেল আই থ্রি, আই ফাইভ এবং আই সেভেন যথাক্রমে ১০ হাজার, ১৬ হাজার এবং ২৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ইন্টেল যষ্ঠ প্রজম্মের পেনন্টিয়াম জি৪৪০০ প্রসেসর বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকা। তবে দোকান ভেদে প্রসেসের মূল‍‍্যের দাম ১০০-২০০ টাকার কম বেশি হতে পারে।

আইডিবিতে কম্পিউটার কিনতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তানভীর মেহেদী। তিনি জানান, ১০-১৫ দিন আগে আইডিবি ভবন এসেছিলাম। সেই সময় প্রসেসরের দাম কম ছিল। সেই অনুযায়ী টাকা নিয়ে এলাম কম্পিউটার কিনতে,  কিন্তু এসে দেখি দাম বৃদ্ধি পেয়েছে।

প্রসেসরের দাম বৃদ্ধি পেলেও আরেকটি ইতিবাচক খবর হচ্ছে, সলিড স্ট্যাট ড্রাইভ বা এসএসডির দাম কিছুটা কমেছে। ১২৮ গিগাবাইট এসএসডি কার্ড মডেল ভেদে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায় থেকে ৪ হাজার টাকার মধ‍্যে। ২৪০ গিগাবাইট এসএসডি কার্ড বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়।

নেটস্টার লিমিটেডের বিক্রিয় কর্মকতা নাহিদ হাসান জানান, গত ১০-১৫ দিন ধরে প্রসেসরের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে গ্রাহকদের প্রসেসর কিনতে বাড়তি টাকা ব‍্যয় করতে হবে।

প্রসেসর ছাড়া কম্পিউটারের অন্য যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

বাজার ঘুরে আরো দেখা যায়, মনিটর, গ্রাফিক্স কার্ড, কিবোর্ড, মাউস, কেসিং ইত্যাদি আগের দামেই বিক্রি হচ্ছে।

ল্যাপটপের প্রতি গ্রাহকদের আগ্রহ তুলনামূলক বেশি। তবে গেইমারদের পছন্দের তালিকায় ডেস্কটপের প্রাধান্যই চোখে পড়েছে।