দাবানলে আক্রান্তদের জন্য বিশ্বসেরা তিন ক্রিকেটারের অভিনব সিদ্ধান্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভয়ংকর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দাবানল আরও হিংস্র হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার বিস্তৃত ‘ট্যুরিস্ট লিভ জোন’ ছেড়ে পালাচ্ছে। দেশটিতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানল এরই মধ্যে ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

পুড়ে ছাই হয়েছে এক হাজার দুই শতাধিক বাড়িঘর। বুনো আগুনকে ভয়ংকর হুমকি হিসেবে উল্লেখ করে সাতদিনের জরুরি অবস্থা জারি করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিন ও ডি আর্কি শর্ট।

অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশে নিজেদের হাঁকানো এক একটি ছক্কার জন্য দাবানলে আক্রান্ত মানুষদের সহযোগিতায় ২৫০ ডলার করে দান করবেন এই তিন অস্ট্রেলিয়ান।

দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর এ মহৎ উদ্যোগ নিয়েছেন ক্রিস লিন। তিনি বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়া তথা টুইটারে পোষ্ট দেয়ার পর তার সঙ্গে একাত্বতা প্রাকশ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডি আর্কি।