‘দল থেকে বাদ পড়ার হতাশায় তিনবার আত্মহত্যার কথা ভেবেছি’

২০১৫ সালের বিশ্বকাপে চোটের কারণে ১৮ মাস জাতীয় দলের বাইরে থাকতে হয় ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সামিকে। এরপর ২০১৮ সালে স্ত্রী হাসিন জাহানের করা মামলার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন সামি।

ভারতের তারকা পেস বালার মোহাম্মদ সামি শনিবার ইনস্টাগ্রাম লাইভ জানিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপে আমি যখন চোট পাই, তারপরে পুরোপুরি সুস্থ হতে আমার ১৮ মাস সময় লেগেছিল। এটি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল, এটি ছিল খুব কঠিন সময়।

তিনি আরও বলেন, চোট থেকে ফিরে আমি যখন আবার জাতীয় দলে খেলতে শুরু করি তখন আমাকে যেতে হয়েছিল কিছু ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে। আমার মনে হয়েছিল আমার পরিবার যদি আমাকে সমর্থন না করে তবে আমি কিছু করতে পারব না। সেই কঠিন যন্ত্রণার সময় আমি তিনবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।