দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৯ শিশুসহ নিহত ২১

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের কোয়াজুলু নাটালের এন২ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন শিশু-কিশোর রয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৮ মিনিটে কোয়াজুলু নাটালের এন২ হাইওয়েতে ইমখালাথিনি এলাকার পঙ্গোলার কাছে এবং ইটশেলেজুবার স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগতিতে আসা বড় একটি লরি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কুলশিশুদের বহনকারী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন শিশু-কিশোর, যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। একটি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ আফ্রিকার সড়ক ব্যবস্থা আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত হলেও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই বড় বড় দুর্ঘটনা ঘটছে দেশটিতে।

 

সূত্রঃ যুগান্তর