দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১১৭

কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকায় সংঘর্ষ ও সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর জেরে দেশটিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।

আর এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। দুই শতাধিক দোকানপাটে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাজারঘাট, শপিং মল ও গুদামঘর।

বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে অস্ত্রশস্ত্র বহন করছেন সাধারণ মানুষ। অন্তত ৫ হাজার সেনা মোতায়েনের পর বৃহস্পতিবার থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে এখনও বন্ধ রয়েছে সড়কগুলো।

সুপারশপগুলোতে দ্রুতই ফুড়িয়ে আসছে খাবার সামগ্রী। এইপরিস্থিতিতে খাবার সংকটের আশঙ্কা করছেন সাধারণ মানুষ। কোয়াজুলুনাতাল ও গাউটেং প্রদেশে আরও ২৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার।

তবে দাঙ্গা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বিলম্বের অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন