দক্ষিণ আফ্রিকায় ফেব্রুয়ারিতে ২০ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ফেব্রুয়ারির ২৮ দিনে ২০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এভাবে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে বাংলাদেশিরা লাশ হয়ে দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকা থেকে।

চলতি বছরের জানুয়ারিতে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ফেব্রুয়ারির ২৮ দিনে নতুন করে মৃত্যু হয়েছে আরো ২০ জন বাংলাদেশির। গত এক মাসের তথ্য অনুযায়ী ডাকাতের গুলিতে এবং ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ৭ জন বাংলাদেশি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরো ৫ জন বাংলাদেশির এবং হৃদরোগসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন বাংলাদেশি নাগরিক। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০।

সর্বশেষ গত সোমবার জোহানসবার্গের টারফন্টেইনে রফিক আব্দুল্লাহ নামে একজন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে বন্ধ দোকানের তালা ভেঙে।

ডায়াবেটিসসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত রফিক শনিবার রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়লে আর তার ঘুম ভাঙেনি। রফিকের দোকান দুই দিন ধরে বন্ধ থাকায় স্হানীয় কৃষ্ণাঙ্গরা অপর বাংলাদেশিদের সহযোগিতায়   দোকানের তালা ভেঙে রফিক আব্দুল্লাহর মৃতদেহ উদ্ধার করেন।

এভাবে প্রতিদিন বাংলাদেশিরা লাশ হয়ে দেশে ফিরলেও এসব দেখার কেউ নাই।
 

সূত্রঃ যুগান্তর