দক্ষিণী নাচে মাতোয়ারা বিপিএল

ক্যারিবিয়ানরা খুব আমোদপ্রিয় জাতি, তাই হয়তো ক্রিকেট মাঠের উদযাপনে একচেটিয়া রাজত্ব ছিল তাদেরই দখলে। ডিজে ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচ কিংবা ক্রিস গেইলের ‘গ্যাংনাম’ নৃত্যে সারা বিশ্ব নেচেছে একসময়। তাদের এই বাহারি উদযাপন ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। এই সময়ে বলাই যায়, উদযাপনে বাংলাদেশি ক্রিকেটাররাও কম যান না।

বিপিএলের এক আসরে নাজমুল ইসলাম অপু ‘আবিস্কার’ করেছিলেন ‘নাগিন নৃত্য’। পরে নিদাহাস ট্রফিতে মুশফিকের সৌজন্যে এই নাচ বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।  kalerkantho

এবারের বিপিএলেও সেই নাজমুল ইসলাম অপু আবারও জন্ম দিয়েছেন নতুন এক উদযাপনের। যা ‘পুষ্পা নাচ’ হিসেবে বিশ্ব মিডিয়ায় খ্যাতি পেয়েছে। নাজমুলের শুরুর পর চলতি বিপিএল যেন বাহারি উদযাপনে মাতোয়ারা। বিপিএলের আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই স্পিনার ভারতের দক্ষিণী ছবি ‘পুষ্পা’ দেখেছিলেন। নায়ক আল্লু অর্জুনের স্টাইলটা তার মনে ধরে যায়। তাই ‘নাগিন’ ছেড়ে তিনি চালু করে দেন ‘পুষ্পা সেলিব্রেশন’। মিরপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের হয়ে খেলা নাজমুল ইসলাম অপু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই উদযাপন করেন।  kalerkantho

সিনেমার আল্লু অর্জুনের মতো চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে সবাইকে চমকে দেন অপু। সেই শুরু। এরপর পুরো বিপিএল মেতে ওঠে পুষ্পা সেলিব্রেশনে। ওই ম্যাচ শেষে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা যায়, অপুর সঙ্গে কথা বলে ‘পুষ্পা সেলিব্রেশন’ অনুশীলন করতে। ঢাকা পর্বের শেষ দিনে ফাফ ডু প্লেসিসকে আউট করে সাকিবও দেখিয়ে দেন পুষ্পা উদযাপন। সাকিবের সঙ্গে আরও যোগ দেন বরিশালের ডোয়াইন ব্র্যাভো। তিনি ইমরুল কায়েস ও নাহিদুল ইসলামকে আউট করে পুষ্পার মতো হাঁটার ভঙ্গি করে উদযাপন করেন। এছাড়া তানভীর ইসলামও একই উদযাপন করেন।  kalerkantho

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ‘পুষ্পা’ আরও জাঁকিয়ে বসে বিপিএলে। গত শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম দিনে ‘পুষ্পা’র ভিন্ন এক উদযাপন নিয়ে হাজির হন মেহেদি খুলনা টাইগার্সের শেখ মেহেদি। তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচে মিরাজকে আউট করার পর ‘পুষ্পা’র নায়ক আল্লু অর্জুনের মতো মুখে সিগারেট নিয়ে নাচ দেখান। আসল সিগারেট নয়, কাগজ দিয়ে সিগারেট বানিয়ে অর্জুনের নাচ  নেচেছিলেন মেহেদি! সবাই যখন উদযাপন করছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরীফুল ইসলাম বাকি থাকেন কেন? খুলনার ওপেনার সৌম্য সরকারকে আউট করে ‘পুষ্পা নাচ’ দেখিয়ে দেন চট্টগ্রামের এই পেসার। সতীর্থরাও যোগ দেন তার সঙ্গে।  kalerkantho

বিপিএলের প্রতি আসরে আলোচনায় থাকে নানা অব্যাবস্থাপনা, বাজে আম্পায়ারিং, ঘূর্ণি আর স্লো উইকেটে ছোটখাট স্কোর ইত্যাদি। এবার ফ্লাডলাইটের আলোয় যেমন রান হচ্ছে, তেমনই ক্রিকেটারদের ‘পুষ্পা নৃত্য’ অন্যরকম একটা আবহ তৈরি করেছে। দুঃখের বিষয় হলো, করোনা বিধিনিষেধের কারণে দর্শকরা গ্যালারিতে গিয়ে এই দৃশ্য স্বচক্ষে দেখতে পারছেন না। তাই টিভি বা স্ট্রিমিং অ্যাপে দেখেই সোশ্যাল সাইটে চলছে পুষ্পা নৃত্য নিয়ে চর্চা।

 

সূত্রঃ কালের কণ্ঠ