থেমে থেমে বৃষ্টি চলছে; সিদ্ধান্তের জন্য অপেক্ষা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিস্টলে আজ বৃষ্টি হবে সেটা আবহাওয়ার পূর্বাভাসেই জানা গিয়েছিল। সেই পূর্বাভাস সত্য করে আজ স্থানীয় সময় সকাল থেকেই ব্রিস্টলে বৃষ্টি ঝরছে অবিরাম। মাঝে মধ্যে কিছুটা থামলেও আবারও শুরু হচ্ছে নতুন করে। যে কারণে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের ভাগ্য নিয়ে দেখা দিয়েছে সংশয়। ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হলে ১ পয়েন্ট করে ভাগ করে নিতে হবে দুই দলকে।

খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দুটি ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। আজকের ম্যাচটি ছিল ‘টার্গেট’ ম্যাচ। তবে বৃষ্টির দাপটে এখন পর্যন্ত টস করাই সম্ভব হয়নি। কখন টস অনুষ্ঠিত হবে সেটাও অনিশ্চিত।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আম্পায়ারদের মাঠ পরিদর্শন করার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। বৃষ্টি থামলে পরবর্তীতে জানানো হবে মাঠ পরিদর্শনের নতুন সময়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমেছে ব্রিস্টলে। মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। এর মাঝে নতুন করে বৃষ্টি শুরু না হলে স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় আবার মাঠ পরিদর্শন করবেন তারা।