থানা থেকে নিখোঁজ, ৪ সপ্তাহের মধ্যে খুঁজে বের করার নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক: আগামী চার সপ্তাহের মধ্যে থানা থেকে নিখোঁজ মোখলেসুর রহমান জনিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনির স্ত্রী জেসমিন জাহানের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রবিবার এ আদেশ দেন আদালত।

বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ এ নির্দেশ দেন।

জেসমিন জাহান এর আগে বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপারকে অবহিত করেন। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালত তার ব্যাখ্যা জানতে চান। আজ পুলিশ সুপারের পক্ষ থেকে আদালতে ব্যাখ্যা হাজির করা হয়। ব্যখ্যায় বলা আছে, নিখোঁজ মোখলেসুর রহমান নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ এর সঙ্গে যুক্ত এবং তাকে গ্রেফতার করা হয় নাই। ব্যাখ্যা শোনার পর আদালত আগামী ৪ সপ্তাহের মধ্যে মোখলেসুরের খোঁজ বের করতে সময় বেঁধে দেন।

রিট আবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ মোখলেসুরকে তুলে নিয়ে যায়। এরপর ৫-৭ আগস্ট জেসমিন থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে খাবার দিয়ে আসেন। ৮ আগস্ট থানায় গেলে আর স্বামীর দেখা পাননি এবং থানা থেকে জানানো হয়, এই নামে থানায় কেউ নেই। বিষয়টি ২৪ আগস্ট পুলিশ সুপারকে অবহিত করার পরেও এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

আবেদনকারীর আইনজীবী এম মতিউর রহমান মতিন সাংবাদিকদের জানান, পুলিশ সুপার কোনও খোঁজ না দেওয়ায় ২৬ ডিসেম্বর তারা থানায় সাধারণ ডায়েরি করতে যান। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ জিডি নিতে অস্বীকৃতি জানালে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত পুলিশ সুপারকে ব্যাখ্যা দিতে বলায় আজ ১৯ মার্চ তিনি তার ব্যাখ্যা হাজির করেন।

সূত্র: বাংলাট্রিবিউন