ত্রুটি সারিয়ে অ্যাপল ওয়াচের নতুন আপডেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিছু দিন আগেই টেক জায়ান্ট অ্যাপলের ‘ওয়াচওএস ৫.০’ গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। তবে এতে বেশ কিছু বাগ দেখা যায়। তাই সপ্তাহ ঘুরতেই স্মার্টঘড়ির অপারেটিং সিস্টেমটির নতুন আপডেট এনেছে অ্যাপল।

ফিটনেস ট্র্যাকিংয়ে দুটি সমস্যা ও চার্জিং বিষয়ক ঝামেলা ছিল ওয়াচওএস ৫.০ সংস্করণে। ওএসটি ইন্সটল করার পরে অনেক গ্রাহক বেশ কিছু সমস্যার কথা জানিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে এই সমস্যাগুলো ফিক্স করে নতুন ওয়াচওএস ৫.০.১ নামে সংস্করণটি উন্মোচন করে অ্যাপল।

নতুন আপডেটির সাইজ ৩৭ দশমিক ৭ মেগাবাইট। সফটওয়্যার আপডেট অপশন থেকে এটি ডাউনলোড করে ইন্সটল করে নেয়া যাবে।

চলতি বছর জুনে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন ওয়াচএসটি উন্মোচন করেছিল অ্যাপল। তবে গ্রাহকদের কাছে আপডেটটি পৌঁছে চলতি মাসে।

জিএসএমএরিনা আবলম্বনে