ত্রাণে অনিয়ম: আরো চার জনপ্রতিনিধি বরখাস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরো এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এ পর্যন্ত ত্রাণ নিয়ে দুর্নীতির কারণে ৩৯ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৬ ইউপি চেয়ারম্যান, ২২ ইউপি সদস্য এবং ১ জেলা পরিষদ সদস্য রয়েছে।

বুধবার সাময়িক বরখাস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউপির জাহেদুল ইসলাম চৌধুরী।

আর বরখাস্ত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মো. বাচ্চু মিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মো. শরিফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান।