তৃতীয় লিঙ্গ ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর উপশহরে আলোর মিছিল নারী কল্যাণ সংস্থ্যা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ইউনিট কো-অর্ডিনেটর ব্লাস্ট, রাজশাহী ইউনিট, নির্বাহী পরিচালক আসক্ত পুর্নবাসন সংস্থা মো. আবুল বাসার পল্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা আলোর মিছিল নারী কল্যাণ সংস্থা অধ্যাপ্ক মো. আনোয়ার হোসেন। ২০০ জন লিঙ্গ বৈচিত্রপুর্ণ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে ত্রাণ বিতরণ করেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও কাউন্সিলর কামরুজ্জামান কামরুসহ অন্যান্য অতিথিরা। পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কর্মসংস্থান উন্নয়ন, আইনিক সহায়তা, পরিবেশ ও মানসিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিমন্ত্রী মেয়রের  নিকট অনুরোধ জানান ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

জি/আর