তুরস্ক এসে ইসলামের প্রতি মুগ্ধ পানামার তরুণী

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

উত্তর আমেরিকার দেশ পানামার তরুণী তাতিয়ানা মায়ার কাস্টিলো। সম্প্রতি তিনি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে ঘুরতে আসেন। সেখানকার মুসলিমদের আচার-ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর নিজের পরিবর্তন করে রাখেন আয়েশা।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বুরসা প্রদেশের দারুল ইফতার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেন এ তরুণী।

তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআর এজেন্সি সূত্রে জানা যায়, বুরাস প্রদেশের ডেপুটি গ্র্যান্ড মুফতি ইয়াভুজ ইলদিজ তাঁকে ইসলামের কালেমা পাঠ করান। তিনি বলেন, ‘আমরা সবাই মুসলিম। আমরা বিশ্বাস করি যে সব নবী-রাসুল আল্লাহর সত্য বাণী নিয়ে এসেছেন। তারা সবাই সত্যবাদি। সর্বশেষ নবী মুহাম্মদ (সা.)। তাঁর ওপর মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ কিতাব এটি। আমরা এ কিতাবে বর্ণিত সব বিষয়ে পরিপূর্ণ ঈমান আনি। আমরা ফেরেশতা, পরকালের বিচার, তাকদির ও মৃত্যু পরবর্তী জীবনের ওপর বিশ্বাস রাখি। ’

এরপর ইসলামের কালেমা পাঠ করেন পানামার তরুণী আয়েশা। এসময় তাঁকে তার মাতৃভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি, সিরাত বিষয়ক গ্রন্থ ও বিভিন্ন ইসলামী গ্রন্থ উপহার দেওয়া হয়।

 

 

সুত্রঃ কালের কণ্ঠ