তুরস্কে ফেইসবুক, টুইটার, ইউটিউব বন্ধ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে ফেইসবুক, টুইটার ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঘোষনা না দেওয়া হলেও দেশটিতে গ্রাহকরা এসব সাইটগুলো ব্যবহার করতে পারছেন না!

তুরস্কের স্থানীয় সময় রাত ১১টা থেকেই ব্যবহারকারীরা এসব সেবা ব্যবহারে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন। কখনোবা ধীরগতি আবার কখনও পুরোপুরিই বন্ধ। যদিও সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের সিস্টেম ঠিকভাবেই চলছে বলে জানায়।

 

এমনকি দেশটির সরকার কিংবা অন্য কোনো পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি বা একেবারেই বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

 

তবে টুইটারের লাইভস্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ ও ফেইসবুকের লাইভস্ট্রিমিং অ্যাপ সচল ছিলো। অনেকেই এগুলো ব্যবহারে যোগাযোগ করতে পেরেছেন।

 

তবে শনিবার থেকে কিছু ব্যবহারকারীই এসব সেবা ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছে।

 

এর আগেও তুরস্কের সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক ও সংকটময় মুহুর্তে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে আসছে।