তুরস্কের সঙ্গে মিল রেখে রমজানের সময়সূচি নির্ধারণ আজারবাইজানের

তুরস্কের সঙ্গে মিল রেখে এবার রমজানের সময়সূচি নির্ধারণ করেছে আজারবাইজান।

তুর্কি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। ইরান ও তুরস্কের সঙ্গে প্রথমবারের মতো সাহরি খান আজারবাইজানের মুসলিমরা।

এ ব্যাপারে আজারবাইজানের ইতিহাসবিদ রামিন সাদিক বলেন, এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

এখন থেকে পবিত্র ঈদুল ফিতরও তুরস্কের সঙ্গে মিল রেখে পালন করবে আজারবাইজানের লোকজন।

আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধজয়ের পর থেকে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় আজারবাইজানের।

যুদ্ধজয়ের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আজারবাইজানে গিয়ে ঘোষণা দেন, তুরস্ক-আজারবাইজান দুই দেশ, এক জাতি। মূলত তখন থেকেই দেশ দুটি একসঙ্গে চলার নীতি গ্রহণ করে।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২০২০ সালে চলা ৪৪ দিনের যুদ্ধে ৬ হাজার ৬০০ মানুষ প্রাণ হারান।

এ যুদ্ধে তুর্কি ড্রোন দিয়ে জয় পায় আজারবাইজান। ওই যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী ১৯৯০-এর দশকে আর্মেনিয়ার দখলে যাওয়া বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে।

 

সূত্রঃ যুগান্তর