তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও যুদ্ধবিমান কিনছে গ্রিস

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে উত্তেজনা চলমান অবস্থায় ফ্রান্স থেকে আরও ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ক্রয় করার পরিকল্পনা করছে গ্রিস।

শনিবার এ কথা জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

গ্রিক প্রধানমন্ত্রী বলেন, এথেন্স ইতোমধ্যে ফ্রান্স থেকে ১৮টি যুদ্ধবিমান রাফায়েল অর্ডার করেছে। শীঘ্রই এ সংখ্যা ২৪ হবে।

এদিকে, রবিবার গণমাধ্যমকে ফ্রান্স নিশ্চিত করেছে যে গ্রিস আরও ছয়টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে রাজি হয়েছে। এতে এথেন্সের কাছে কয়েক বিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া ফরাসি যুদ্ধবিমানের সংখ্যা ২৪ এ পৌঁছেছে।

গ্রিস ইউরোপের প্রথম দেশ যা দাসল্ট এভিয়েশনের তৈরি এ যুদ্ধবিমান কিনছে।

গেল বছরে পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্ক ও গ্রিসের বিরোধ দীর্ঘদিনের। কয়েক মাস থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়।

গ্রিসকে থামাতে তুরস্কও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্যসাগরে। এতে উত্তেজনা উঠে তুঙ্গে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন