তিন স্বাগতিকের সেঞ্চুরি, ব্যাট করছে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতীয় ‘এ’ দলকে ভোগাতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। শ্রেয়াস আয়ার, প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চল আর বিজয় শংকরের সেঞ্চুরিতে বাংলাদেশের ২২৪ রানের জবাবে চালকের আসনে থাকা ভারতীয় ‘এ’ দল ৬ উইকেট হারিয়ে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করে।

 

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। বিনা উইকেটে ৬২ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৩৪ আর সৌম্য ২৩ রানে ব্যাট করছেন।

 

দু’দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন মিলিয়ে ৯০ ওভার ব্যাট করে স্বাগতিকরা।

 

শতক হাঁকানোর পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী শ্রেয়াস। তার ৯২ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কার মার। অন্যদিকে, ১৪৮ বল মোকাবেলায় ১১টি চার ও এক ছক্কায় ১০৩ রান করে আহমেদাবাদের ব্যাটসম্যান পাঞ্চল অবসরে যান। ১০৩ রান করে অপরাজিত থাকেন বিজয় শংকর। ৬৬ রান করেন সিতিন সাইনি।

 

সফরকারী বোলারদের মধ্যে শুভাশিষ ও তাইজুল কিছুটা ভালো করেছেন। ডানহাতি ফাস্ট বোলার শুভাশিষ ১৬ ওভারে ৫৭ রানের বিনিময়ে এক মেডেন সহ তিনটি উইকেট তুলে নেন। পাশাপাশি বাঁহাতি স্পিনার তাইজুল ২৮ ওভারে ১৪১ রানে তিন মেডেন সহ তিনটি উইকেট পান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দেখা যায়নি দেশের সেরা তারকা সাকিব আল হাসানকে। মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, আবু জায়েদ, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুমিনুল হক কোনো উইকেট পাননি।

 

এর আগে প্রথম দিনের করা এক উইকেটে ৯১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত ‘এ’ দল। বল হাতে শফিউল-তাসকিন-মেহেদিরা সবাই ব্যর্থতার পরিচয় দেন! কেউই পাঞ্চল ও আয়ারের পার্টনারশিপ ভাঙতে পারেননি। প্রথম দিনে শুভাশিষ রায়ের বলে ইমরুল কায়েসের তালুবন্দি হয়েছিলেন অধিনায়ক অভিনব মুকুন্দ (১৬)।

 

প্রথম দিন নিজেদের ব্যাটিং ইনিংসে সৌম্য সরকার (৫২) ও মুশফিকুর রহিমের অর্ধশতকে আট উইকেটে ২২৪ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা।

সূত্র: বাংলা নিউজ