তিন পার্বত্য জেলায় ২৪ ঘণ্টার হরতাল চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাঁচ বাঙালি সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল চলছে।

 

হরতালের সমর্থনে খাগড়াছড়িতে সকালে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করতে দেখা গেছে। হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্য দুই পার্বত্য জেলায়ও সংগঠনগুলো মিছিল-মিটিং করছে।

 

খাগড়াছড়ি শহরের অভ্যন্তরে রিকশা ও টমটম চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা আটকা পড়েছেন।

 

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রইছ উদ্দিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

 

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়। একই দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সংগঠনগুলোর হরতাল কর্মসূচি রয়েছে।

সূত্র: রাইজিংবিডি