তিনদিন পর নোবেলজয়ীকে অভিনন্দন জানালেন দুতের্তে

অবশেষে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসাকে অভিনন্দন জানালেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

শান্তিতে নোবেল ঘোষণার তিন দিন পর সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি ফিলিপাইনোদের জন্য একটি বিজয়। এতে আমরা খুব খুশি।’

চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন মারিয়া রেসা (৫৮) ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ (৫৯)।

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত ৮ অক্টোবর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক নোবেল কমিটি। প্রথম কোনো ফিলিপিনো হিসাবে নোবেল পেলেন রেসা। নোবেল জয়ের পর তা বিশ্বের সব সাংবাদিককে উৎসর্গ করেন রেসা। একই সঙ্গে তিনি বলেছেন, ‘এখন সাংবাদিক হওয়াটা অনেক বেশি কঠিন ও বিপজ্জনক।’

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘র‌্যাপলার’র সহ-প্রতিষ্ঠাতা রেসা এর আগেও পুরস্কার জিতেছেন। সম্প্রতি দুতের্তে সরকারের বিতর্কিত ‘মাদকবিরোধী যুদ্ধ’ অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

দুতের্তের এই মাদক নীতির কারণে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে হাজার মানুষ নিহত হয়েছে। সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একাধিক মামলার মুখে পড়েন রেসা। যা এখনও তার মাথার ওপর ঝুলছে।

 

সূত্রঃ যুগান্তর