তাহেরপুরে ৮ কোটি ৩৭ লক্ষ টাকার নির্মান প্রকল্পের উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ইউজিপ-৩ (UGIIP-3) এর আওতাধীন ৮ কোটি ৩৭ লক্ষ ১৮ হাজার ৩’শ ৮৬ টাকার রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাহেরপুর পৌরসভার আয়োজনে তাহেরপুর ডিগ্রি কলেজ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নির্মান প্রকল্পের উদ্বোধন ও বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 
 
পৌর প্যানেল মেয়র বাবুল খাঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বক্কর মৃধা মনছুর, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন প্রমুখ্য। এছারাও উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ভারঃ সহকারী প্রকৌশলি জাহিদুল হক, পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 
তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলি জাহিদুল হক জানান, ইউজিপি-৩ (UGIIP-3) এর আওতায় তাহেরপুর পৌরসভায় ৮ কোটি ৩৭ লক্ষ ১৮ হাজার ১’শ ৮৬ টাকা ব্যায়ে তাহেরপুর পৌরসভায় ১২ হাজার ২’শ ৭৫ মিটার রাস্তা ও ৪’শ মিটার আরসিসি ড্রেন নির্মান করা হবে। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এনএইচ এন্ড কেএইচ (NH & KH) প্রতিষ্ঠান এবং প্রকল্পটির মেয়াদ কাল ১ বছর।
স/আ