তালেবানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে গুয়ানতানামো কারাগারের সাবেক বন্দি

গুয়ানতানামো কারাগারের সাবেক কয়েদি মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে তালেবান। বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জাকির আব্দুল গোলাম রসুল নামেও পরিচিতি। ৯/১১ হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে মার্কিন বাহিনী। এরপর কিউবায় অবস্থিত গুয়ানতানামো কারাগারে বন্দি ছিলেন তিনি। ২০০৭ সালে গুয়ানতানামো থেকে তাকে আফগানিস্তানের একটি কারাগারে স্থানান্তর করা হয়। ওই বছরই মুক্তি পান তিনি।

মুক্তি পাওয়ার পর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের তালেবানের কমান্ডার হিসেবে নিজের অবস্থান শক্ত করেন জাকির।  আফগানিস্তানে  রাস্তার পাশে মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর মূল পরিকল্পনাকারী বলা হয় জাকিরকে। মার্কিন বিমানের ওপর হামলার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

এদিকে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর কাবুল থেকে অনেক আফগান যুক্তরাষ্ট্রে পৌছেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।  তালেবান নির্ধারিত ৩১ আগস্টের মধ্যেই সব বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার দাবি জানিয়েছে তালেবান।

গত মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পর এ পর্যন্ত আফগানিস্তান থেকে চার হাজারের মতো মার্কিনি দেশে ফিরেছেন।

 

সূত্রঃ যুগান্তর