তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছর কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এ রায়ের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার বিকেলে ৫টায়  মিছিলটি নগরীর সাহেববাজার থেকে শুরু হয়ে সোনাদিঘীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি। সমাবেশ পরিচালনা করেন মহানগর ছাত্রনেতা ও বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রবি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,  মহানগর ছাত্রনেতা মাহমুদ মোর্সেদ ইভান, নিউ গভ: ডিগ্রী কলেজের যুগ্ম আহবায়ক ওবাইদুল্লাহ ইয়েন,  বোয়ালিয়া থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আইনাল হক, বোয়ালিয়া থানা ছাত্রনেতা  সাদিউল ইসলাম সজীব প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে আদালতের দেয়া সাঁজা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি বৃহস্পতিবার রাজশাহী ছাত্রদলের যে পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে, তাদেরও মুক্তির দাবি জানান।

13754508_1060543173982452_8037029831736292613_n

আপরদিকে রায়ের তাৎক্ষনিক প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল এক বিক্ষোভ মিছিল করে। রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সভাপতি আববর আলী জ্যাকির নেতৃত্বে  মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে নগরীর সোনাদিঘীর মোড় হয়ে মনি চত্বর হয়ে কলেজে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সভাপতি আববর আলী জ্যাকি, সাধারন সম্পাদক ফয়শাল আহমেদ শান্ত , সোহান, ইমনসহ অন্যান্য কর্মীরা।

স/অ