তামাকমুক্ত নগরী গড়তে ব্যবসায়ী নেতৃবৃন্দের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে হলে তামাকের ব্যবহার রোধের বিকল্প নেই। তামাকজাত দ্রব্য সেবন অ্যনান্য মাদকের চেয়েও কোন অংশে কম নয় । ধূমপানের ফলে ১০০ টির বেশি রোগ হয়। পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপানের কারণে একদিকে নগরবাসী পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হচ্ছে অন্যদিকে তামাকপণ্যের সহজলভ্যতার কারনে নতুন প্রজন্ম তামাকপণ্যে আকৃষ্ট হচ্ছে।

মঙ্গলবার বেলা ১১টায় বেসরকারী সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সহায়তায় রাজশাহী চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতৃৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

রাজশাহী চেম্বার অবকমার্সের সহসভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি (রাজশাহীর) সভাপতি রিয়াজ আহমেদ খান, ক্যাব রাজশাহী অঞ্চলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাইফুল ইসলাম টুকু সাধারণ সম্পাদক, রাজশাহী পরিবেশক সমিতি, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার ডা: মাহফুজুর রহমান ভুঁইয়া প্রমুখ।

স/শ