তানোর পৌরসভার সাড়ে ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌরসভার চলতি অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আয়-ব্যয় সমান রেখে ১০ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৫৬৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।

সোমবার বিকেলে পৌরসভা চত্বরে বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে পৌর সভার সচিবের দায়িতত্বে থাকা সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাজেট উপস্থাপনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এমরান আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওহাটা পৌর সভার মেয়র মুকবুল হোসেন, সরণজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর উজ্জল হোসেন।
এতে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সম্ভূনাথ সরকার, মুন্ডুমালা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, তানোর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জার্জিস মোল্লা, কাউন্সিলর আব্দুল মান্নান, মুনসুর রহমান, মোরসালিন হোসেন, নারী কাউন্সিলর জুলেখা বিবি, মমেনা আহম্মেদ ও পলি বেগম প্রমুখ।

স/আর