তানোর পুলিশি পাহারায় জাতীয় পার্টির দুই গ্রুপের কাউন্সিল অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর পুলিশি পাহারায় জাতীয় পার্টির দুই গ্রুপের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় গোল্লাপাড়া হাট চত্বর ও ডাকবাংলো মাঠে পৃথক পৃথক ভাবে কাউন্সিলের অধিবেশন শুরু হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কাউন্সিল চলে।

 

গোল্লাপাড়া হাট চত্বরে  রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আবুল হোসেন গ্রুপের নেতাকর্মীদের কণ্ঠভোটে উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন সরকারকে নির্বাচিত করা হয়। একই অনুষ্ঠানে তানোর পৌর জাতীয় পার্টির সভাপতি পদে রাজ্জাক মন্ডল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিনকে নির্বাচিত করা হয়।

 

অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আবুল হোসেন। এতে প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সামশুদ্দিন রিন্টু ও বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

 
এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দেন, গোদাগাড়ী পৌর জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেন, তানোর উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এমদাদুল হক, তানোর জাতীয় পার্টির  প্রচার সম্পাদক  সিরাজ আহম্মেদ প্রমুখ।

tanore-photo-2-22-10

অপর দিকে ডাকবাংলো মাঠে রইচ উদ্দীন বাচ্চু’র গ্রুপের নেতাকর্মীদের কণ্ঠভোটে উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে তানোর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শামসুদ্দীন মন্ডলকে সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

অনুষ্ঠানে শামসুদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও মোহনপুর উপজেলা জাতীয় পার্টির সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা শোহেলী।

 
এ সময় উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি  গোলাম মোস্তফা, সম্পাদক সহিদুল ইসলাম,তানোর উপজেলা জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পদক এমরান আলী, কামারগা ইউপি’র জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী মাস্টার, সম্পাদক সাইদুল, চান্দুড়িয়া  ইউপি’র জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন হাসু, লুৎফর রহমান,বাধাইড় ইউপি’র জাতীয় পার্টির সভাপতি আ: হামিদ, সম্পাদক ডাঃ কামাল, সরণজাই ইউপি’র জাতীয় পার্টির সভাপতি  আসলাম উদ্দীন, সম্পাদক আ: হান্নান,পাচন্দর ইউপি’র জাতীয় পার্টির সম্পাদক শফিকুল ইমলাম, এরশাদ আলী, মুনসুর রহমান,  আলমান আলী বাবুল প্রমুখ।

স/শ