তানোরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণের লক্ষ্যে গণশুনানি


নিজস্ব প্রতিবেদক :

এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ও দ্যা কার্টার সেন্টার এর সহযোগিতায় রাজশাহীর তানোর উপজেলার ৪নং সরনজাই ইউনিয়নের তত্ত্বাবধানে ইউপি প্রাঙ্গনে গণশুনানি আয়োজন করা হয়। আজ রোববার রবিবার সকাল ১১টায় তানোর উপজেলায় এ গণশুনাণীর আয়োজন করা হয়।

‘‘বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি’’ প্রকল্পের অধীনে গণশুনানিতে সভাপতিত্ব করেন সরঞ্জাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণের লক্ষ্যে একই সাথে নারীদের তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করতে কমিউনিটির মানুষ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে গণশুনানির উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত সেবা সাধারণ মানুষকে দেয়া হয়, তা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করা হয়, তারপরও কারো যদি কোন রকম দ্বিধা থাকে তাহলে সরাসরি কার্যালয়ে যোগাযোগ করে বিষয় সম্পর্কে পরিস্কার ধারণা নেয়ার অনুরোধ করেন। একই সাথে সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান। দ্যা কার্টার সেন্টারের তথ্য বন্ধু সাবরিনা নাজ এসময় উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানে তার ও পরিষদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অংশগ্রহণকারীদের প্রশ্নের আলোকে বিভিন্ন বিষয়ে উত্তর দেন। এলাকার রাস্তার উন্নয়ন, পানির ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা বেস্টনির বিভিন্ন দিক, নাগরিকদের ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভায় অংশগ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধে এগিযে আসার আহ্বান জানান। চেয়ারম্যানের উত্তর দেয়ার পাশাপাশি ইউপি সদস্য মোসা. সীমা বেগম, মোসা. মনোয়ারা বিবি, মোসা. দোলনচাঁপা, ইউপি সদস্য মো. আব্দুল আলীম, মো. জাহাঙ্গীর আলম প্রশ্নের আলোকে উত্তর প্রদান করেন। গণশুনানি চলাকালে অংশনিয়ে এসময় নারী গ্রুপের সদস্য সঞ্জনা রানী, মিনুকা রানী, পারভীন বিবি, পপি সরেন, ফাতেমা বিবি, মালঞ্চ রানী, তিলকা রানী, ইয়ূথ ফোরামের সদস্য সীমা সরকার, আয়েশা, নিম্মা খাতুন এলাকার সমস্যা নিয়ে প্রশ্ন করেন।