তানোরে সেফটি ট্যাংকে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে সেফটি ট্যাংকে পড়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

নিহত ওই শিশু নাম মৌয়তি হেমরম (৭)। সে শালবাড়ী সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহতরা হলেন একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বনগা চকরহমতপুর থেকে চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজ চলছে। রাস্তার পাশে বিদ্যালয়ের বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের টয়লেটের সেফটি ট্যাংকির উপর এক ট্রাক বালি রাখা হয়। পার্শ্বে ট্রাকটি ছিল। দুপুর ১২ টার দিকে স্কুল ছুটি হলে প্রথম ওই তিন শিক্ষার্থী বাথরুমের সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর দিয়ে যাচ্ছিল। এসময় বালির চাপে সেফটি ট্যাংকির ঢাকনা ভেঙে ট্যাংকির মধ্যে তারা তিনজন পড়ে যায়। এসময় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষক ও গ্রামবাসী উদ্ধারকালে ঘটনাস্থলেই মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুজ্জামান বলেন, বিদ্যালয়ের বাথরুমের সেফটি ট্যাংকির ঢাকনা অনেক দিনের পূরনো। সেফটি ট্যাংকির ঢাকনা দূরবলেন কারণে ভেঙ্গে গেছে।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: শওকাত আলী বলেন, বিষয়টি দুঃখজনক।

স/বি