তানোরে মাদক বিরোধী সভা: ব্যবসায়ীসহ ৩২ জনের আত্মসমর্পন

তানোর প্রতিনিধি:
তানোরে মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও ইফটিজিং প্রতিরোধ সভায় ৪ জন মাদক ব্যাবসায় ও ২৮জন মাদক সেবী আত্মসর্ম্পন করেছে। বুধবার সন্ধ্যায় তানোরের পাচন্দর ইউপির যুগিশো আদিবাসী পাড়ার গির্জায় এ সভা অনুষ্ঠিত হয়।

তানোর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এএসপি একরামুল হক।

পাঁচন্দর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মারান্ডি, তানোর উপজেলা কৃষকলীগ সভাপতি জাইদুর রহমান, পাঁচন্দর ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য লফর আলী, ২নং ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, পাঁচন্দর ইউপি’র ১নং সংরক্ষিত আসনের নারী সদস্যা মাবিয়া বেগম প্রমুখ। উপস্থপনা করেন আদিবাসি নেতা প্যাট্রিক মারান্ডি।

উক্ত সভায় ওই গ্রামের ৪ জন মাদক ব্যবসায়ী ও ২৮জন মাদক সেবী মাদক সেবন না করার শপথ নিয়ে আত্মসর্ম্পন করেন। এ সময় প্রধান অতিথি সকলকে ফুল দিয়ে স্বাগত জানান।

স/শ