তানোরে মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভা

তানোর প্রতিনিধি:

তানোরে মাদকদ্রব্য বাল্যবিবাহ, আ্ত্মহত্যা, যৌতুক প্রথা, সন্ত্রাসী ও জঙ্গীবাদ কার্যক্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কলমা ইউপি’র অমৃতপুর গ্রামবাসীর আয়োজনে, অমৃতপুর দাখিল মাদ্রাসা মাঠে কলমা ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় তানোর থানা পুলিশের উদ্দ্যোগে সভাটি অনুষ্ঠত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী।

কলমা ইউপি’র চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশিদ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু সাইদ, সমাজ সেবক হাসানুজ্জামান উজ্জল, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী, সমাজ সেবক আব্দুর রাজ্জাক, টিপু সুলতান, তানভীর রেজা প্রমুখ।

সভা পরিচালনা করেন, গোলাম রাব্বানী।

সভায় ৪জন মাদক ব্যবসায়ীসহ মাদকসেবীরা মাদক সেবন ও ব্যবসা না করার শপথ গ্রহন করেন।

স/অ