তানোরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে রিতা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিল তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা। দুই দিন আগ থেকে চলতে থাকা এ বিয়ের আয়োজন রবিবার পণ্ড হয়ে যায়।

জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো মথুরাপুর গ্রামের কামাল শেখের মেয়ে রিতা খাতুনের (১৬) সঙ্গে মালশিরা গ্রামের মেরাজ উদ্দীনের পুত্র মিজানুর রহমানের বিয়ে ঠিক হয়। রবিবার বর পক্ষ বিয়ে করতে আসার কথা ছিল। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাওকার আলী পুলিশসহ হাজির হন। পুলিশ দেখে রিতার পিতা কামাল শেখে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরে বাড়ির অন্য সদস্যদের উপস্থিতিতে বিয়ে বাল্য বন্ধসহ বর পক্ষের লোকজনদের বাল্য বিয়ে না করার জন্য নির্দেশ দেন ইউএনও।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাওকার আলী বলেন, ফোনে বিষয়টি শোনার পর ঘটনা স্থলে গিয়ে রিতার বাল্য বিয়ে বন্ধ করা হয়। রিতার পিতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আটক করা হয়নি। রিতা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
স/শ