তানোরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিল তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা। বুধবার তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ওই ছাত্রীর বিয়ের সকল আয়োজন করেন তার পিতা। খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই ছাত্রীর বাড়িতে হাজির হন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরিন বানু। ই্উএনও’র উপস্থিতি টের পেয়ে ছাত্রীর পিতা-মাতা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এদিকে তানোর র্পৌ এলাকার আমশো গ্রামের বরের লোকজন বিষয়টি জানতে পেরে বিয়ে করতে বাড়িতে আসেননি।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরীন বানু বলেন, ফোনে বিষয়টি শোনার পর বাল্য বিয়ে বন্ধ করি। মেয়েটি তানোর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনী’র ছাত্রী।