তানোরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা


তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ডেঙ্গু জ¦র প্রতিরোধে করণীয বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্ল্াল হোসেন।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বার্নাবাস হাসদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এটিএম কাওছার হোসেন, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান, তানোর পৌর সভার প্যানেল মেয়র আরব আলী, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু, কামারগাঁ ইউপি ফজলে রাব্বি ফরহাদ, তানোন প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু প্রমুখ।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, তানোর উপজেলা ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এবং তানোরে ২টি পৌর সভার মেয়র ও কাউন্সিলরগণরা নিজ নিজ এলাকার যেসকল নালা ও নর্দমাসহ পানি জমে মশার লার্ভা সৃষ্টি হতে পারে সেগুলো পরিস্কার রাখতে হবে। এলাকার জ¦রে আক্রান্ত রোগীকে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠাতে হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের উদ্দ্যোগে প্রতিষ্ঠানের চার পাশে পরিস্কার রাখতে হবে। বিভিন্ন হাটবাজরের ড্রেন পরিস্কার রাখতে হবে। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ, পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।