তানোরে কোরআন অবমাননা, থানায় মামলা

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে কোরান শরীফ অবমাননার দায়ে জামাল উদ্দীন (৩২) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ জামালকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার মোল্লাপাড়া গ্রামে। মঙ্গলবার রাতে মোল্লাপাড়া গ্রামের মোছলেমুদ্দীন বাদি হয়ে জামালকে অভিযুক্ত করে মামলা করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জামাল ও তার মা ছাহেরা বেওয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামালের মা ঘর থেকে কোরান শরীফ হাতে নিয়ে ছেলেকে সত্য কথা বলতে বলে। জামাল কোরান শরীফ হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগের বসে কোরান শরীফ এর উপর পা দিয়ে ডলাডলি করে। স্থানীয় লোকজন রাতে থানায় এসে বিষয়টি জানায়। আমরা বিষয়টি রাতে জানতে পারি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মোছলেমুদ্দীন বাদি হয়ে মামলাটি করেন।

স/শা