তানোরে কিশোর কিশোরী পুষ্টি উন্নয়ন কার্যক্রম

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ে কিশোর কিশোরী পুষ্টি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চ্যানেল আই স্বর্ণ কিশোরী টিমের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাল্য-বিবাহের বিরুদ্ধে শপথ পাঠ করানো হয়। চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুদরতুল্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি ছিলেন, চ্যানেল আই এর স্বর্ণ কিশোরী টিমের প্রতিনিধি আব্দুল্লাহ-আল-মামুন, কলমা আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান আনোয়ার হোসেন, গোদাগাড়ী উপজেলার সাবেক যুবলীগের সভাপতি শফিকুল সরকার, তানোর উপজেলার স্বর্ণ কিশোরী তাজরিনা খাতুন, স্বর্ণ কিশোর মাহাফুজ, তানোর মহিলা কলেজের প্রভাষক মুনসেফ আলী, তানভির প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।

 

স/আ