তানোরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কারণে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত 

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে এক ছাত্রীকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কারণে রায়হান আলী (১৫) নামে এক ছাত্রকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে ওই ছাত্রীর পিতা। তানোর স্বাস্থ্য কেন্দ্রে গুরুত্ব আহত রায়হানের চিকিৎসা চলচ্ছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে। এ ঘটনায় আব্দুর সালাম বাদি হয়ে শুক্রবার রাতে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালশিরা গ্রামের আব্দুর সালামের পুত্র রায়হান আলী মালশিরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। গত রোজার ঈদে মালশিরা গ্রামের জৈনক ব্যক্তির সপ্তম শ্রেণীর ছাত্রকে (১৩) মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা জানায়। এরি সূত্র ধরে বৃহপতিবার বিকালে চৌবাড়িয়া বাজারে ওই ছাত্রীর পিতার দোকান ঘরে রায়হানকে ডেকে নিয়ে রড ও কারেন্টের তার দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে এক পর্যায়ে রায়হান জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় রায়হানকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

রায়হানের পিতা সালাম বলেন, মানুষ হয়ে এভাবে মানুষকে কেউ মারতে পারে না। আমার ছেলের কোন অপরাধ থাকলে তারা আইনগত ব্যবস্থা নিতে পারতো অথবা আমাদের জানাতো। তিন জন মিলে অমানুষের মত আমার ছেলেকে দোকান ঘরের মধ্যে পিটিয়েছে। স্কুলে পরীক্ষা চলছে। (আজ) শনিবার আমার ছেলের পরীক্ষা দেয়া হলো না।

ওই ছাত্রীর পিতা বলেন, রায়হান আমার মেয়েকে বিরক্ত করতো তাই তাকে শিক্ষা দিয়েছি।

কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, এলাকার বিষয় উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা চলচ্ছে।

তানোর থানা ওসি রেজাউল ইসলাম বিষয়টি সাংবাদিকদের কাছে রহস্যজনক কারণে এড়িয়ে যান।

স/অ