তানোরে আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদারের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর তানোরের মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় গির্জার ফাদার প্রদীপ গ্যা গরীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এনিয়ে আজ রোববার রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফাদারের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।

 আরও পড়ুন: তানোরে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় ফাদার প্রদীপকে আটক করেছে র‍্যাব

প্রসঙ্গত,  গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাড়ির পাশে ওই গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজ এর সাধারণ জিডি করেন তাঁর ভাই। থানায় জিডির পর ২৮ সেপ্টেম্বর দুপুর পর তারা জানাতে পারেন কিশোরী গীর্জার ফাদার প্রদীপের রুম থেকে উদ্ধার করা হয় তাকে।