তানোরে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় ফাদার প্রদীপকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নগরীর বিসপ হাউজ থেকে ফাদার প্রদীপকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায়” আটক রেখে তিনদিন ধরে ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ওই গির্জার ফাদার প্রদীপ গ্যা গরীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয়। তবে ভিকটিম কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়। পরে গতকাল মঙ্গগলবার ভিকটিমকে উদ্ধার করা হয়। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের করা হয় প্রদীপকে আসামী করে।

গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাড়ির পাশে ওই গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজ এর সাধারণ জিডি করেন তাঁর ভাই। থানায় জিডির পর ২৮ সেপ্টেম্বর দুপুর পর তারা জানাতে পারেন কিশোরী গীর্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় আছে। এরপর গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গীর্জার ভিতরে শালিস বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয় আর ভুক্তভোগী ওই কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়। এরপর আজ ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স/আর