তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির ৮ বছর

সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে আগুনে নিহত ১১৪ শ্রমিকের স্মরণে মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি পালন করেছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সেই ট্র্যাজেডির আট বছর পূর্ণ হয়েছে।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনের ভবনে ভয়াবহ আগুনে ১১৪ শ্রমিক নিহত হন। তাদের স্মরণে আজ সকালে আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনসের গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের ভাইস চেয়ারম্যান অরবিন্দু বেপারী, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আঞ্চলিক শাখার সাধারণ আহমেদ জীবন, বাংলাদেশ টেইলার্স ওয়ার্কাস লিগের আশুলিয়া থানার সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন