তলানির দলের কাছে হার চ্যাম্পিয়নদের

বুধবার রাতে লা লিগায় ওয়ান্ডা ম্যাট্রপলিটনে লেভান্তের কাছে ১-০ গোলে হেরেছে আথলেতিকো মাদ্রিদ। লেভান্তের হতে জয়সূচক গোলটি করেছেন গনজালো মোরেনো। এ নিয়ে লা লিগায় লেভান্তের বিপক্ষে শেষ চার ম্যাচেই জয়হীন থাকল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে এবারের লিগে দ্বিতীয় জয় পেল লেভান্তে।

এর আগে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় লেভান্তে।

২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকল আথলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল লেভান্তে। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে বার্সেলোনা।

আক্রমণ পালটা আক্রমণের ম্যাচের প্রথমার্ধে দাপুটে খেলে লেভান্তে। বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল তলানির দলটি। তবে দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও ধার বাড়ায় স্বাগতিকরা। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। উলটা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে তিন পয়েন্ট খুইয়েছে দিয়েগো সিমিওনের দল।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ৫৪ মিনিটে, গনজালো মোরেনোর পা থেকে। দি ফ্রুটসের বাড়ানো পাস থেকে মাদ্রিদ গোলরক্ষক ওবলাককে সহজেই পরাস্ত করে বল জালে জড়ান মোরেনো। পিছিয়ে পড়ে আক্রমণের পরিমাণ বাড়ায় বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। শেষ মুহূর্তে কোরেরা হেডে বল জালে জড়ালেও লেভান্তের এক ডিফেন্ডারকে ফেলে দেন গিমেনেজ। ফ্রি কিকের বাঁশি বাজলে হয়নি গোল। হতাশা নিয়েই মাঠ ছাড়ে সুয়ারেস, ডি পলরা।

 

সূত্রঃ কালের কণ্ঠ