তরুণ সাংবাদিক আসিফের বই “অন্বেষণ”র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

তরুণ সাংবাদিক আসিফ ইমতিয়াজের প্রকাশনায় অন্বেষণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অন্বেষণ বইটির শ্লোগান ছিলো সত্যের সন্ধানে। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনি, রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, হোটেল স্টার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আজিজুল হক, রাসিকের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহনা টিভির ব্যুরো চিফ ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে রফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন এনবিআইইউ-এর চেয়ারপার্সন অধ্যাপিকা রাশেদা খালেক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আর এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে অন্বেষণ বইটি ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অন্বেষণের সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

স/শ