তরুণ উদ্যোক্তাদের কোর্স করাবে ড্যাফোডিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্টার্টআপ ঢাকা তরুণ উদ্যোক্তাদেরকে অনলাইনে তথ্য প্রযুক্তি ও ব্যবসায়িক দক্ষতার বিষয়ে কোর্স করাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করেছে। ক্লাসগুলো নেবেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষকরা।

তাদের নেওয়া সবগুলো ক্লাসই ভিডিও আকারে ধারণ করা হবে। ভিডিও দেখে কোর্সে অংশগ্রহণকারীরা একটি ছোট কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবেন।

স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটিকে নলেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। প্রথম বারের মতো তাদের এই জ্ঞান ক্লাসরুমের পরিধি ছাড়িয়ে যাবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান বলেন, এই দেশের অধিকাংশ মানুষেরই উদ্যোক্তা হওয়ার মনোভাব রয়েছে। স্টার্টআপ ঢাকার মত এরকম উদ্যোগ বাংলাদেশের উদ্যোক্তাদেরকে এগিয়ে নিতে ব্যাপক সহযোগিতা করবে।