তথ্যপ্রযুক্তিতে সাফল্যের গল্প শোনাবে নারীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক নারী দিবসে তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের সাফল্যের গল্প শোনাবে নারীরা।

তথ্যপ্রযুক্তি বিভাগ ও গুগল উইমেন টেকমেকার যৌথভাবে এই গল্প শোনানোর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রেনিয়ার ল্যাব, বিক্রয় ডট কম ও ইএমকে সেন্টার।

রাজধানীর আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে বুধবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি বিভাগরে অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

bloger-women-techshohor

আয়োজকরা জানান, প্রযুক্তিতে নারীদের সফলতার গল্প শোনানোর পাশাপাশি বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপ সম্পর্কে নারীদের অংশগ্রহণকে আরও বাড়ানোর জন্য এখানে বিশেষভাবে আলোচনা করা হবে। এছাড়া ওমেন ডেভেলপমেন্ট প্যানেল ডিসকাশন, টেকটক, ক্যারিয়ার প্লানিংয়ের অধিবেশন থাকছে ।

গুগল উইমেন টেকমেকার বাংলাদেশের কর্মসূচি প্রধান রাখশান্দা রুখাম জানান, আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশে প্রথমবারের মতো গুগল এই অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠান সবার জন্য উম্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য গুগল হতে উপহারও রয়েছে বলে জানান আয়োজকরা।

সূত্র : টেকশহর